ছোট গল্প : বোনের অকৃত্রিম ভালবাসা।

লিখেছেন লিখেছেন আমীর আজম ৩১ মে, ২০১৪, ০৭:২৩:৫০ সন্ধ্যা

মুরগীর মাংস দিয়ে ভাত খাচ্ছে তমাল। দেশী মুরগীর মাংস। মাঝে মাঝে দুই একটা ঢেকুর তুলছে। তৃপ্তির ঢেকুর। উপরের ফ্যানটা ঘুরেই যাচ্ছে একটানা। খটখট করে। সারাদিনের ক্লান্তি শ্রান্তি যেন এক নিমিষেই গায়েব।

সে এখন তার বোনের বাড়িতে। ছোট বোন। অনেক দিন পর দেখা হল তার সাথে। আসার পথে কিযে কষ্ট হয়েছে !

বোনের বাড়িতে যাওয়ার দুইটা রাস্তা। একটা, বাসস্টান্ডে গিয়ে বাসে উঠে সোজা চলে যাওয়া। কোন ঝক্কি ঝামেলা নাই। কিন্তু সময় লাগে অনেক। তিন থেকে সাড়ে তিন ঘন্টার মত। আরেকটা, অটোরিক্সায় করে ঘাটে যাওয়া। সেখান থেকে নৌকায় নদী পাড় হওয়া। তারপর বিশাল চড়। সেখানে মোটরসাইকেল সারভিস আছে। উঠলে একদম বড় রাস্তায় নামায় দিবে। অনেক ঝক্কি ঝামেলা। কিন্তু সময় কম লাগে।

তমাল সিদ্ধান্ত নিল দ্বিতীয় পথেই যাবে। তাছাড়া অনেকদিন থেকে নদী দেখা হয় না। নৌকায় ওঠা হয় না। এই সুযোগ কোন ভাবেই হাত ছাড়া করা যাবে না। কিন্তু বিপত্তি ঘটল মোটরসাইকেলে ওঠার সময়। পিঠে অনেক বড় সাইজের একটা ব্যাগ। দুই হাতে দুইটা টিফিন ক্যারিয়ার। সবগুলোই কানায় কানায় পূর্ণ।

মায়ের উপর ভিষণ রাগ হচ্ছে তার। আসার সময় হাতের কাছে যা পেয়েছে সব দিয়েছে। বলছিল, বোনের বাড়িতে যাচ্ছিস এত কিছু নিয়ে না গেলে হবে । তখন তো খুশি মনে সব নিয়ে নিয়েছিল। আর এখন ব্যাথায় টনটন করছে হাত দুটো। মনে হচ্ছে কখন যে কনুই থেকে নিচেরটা ছিড়ে পড়ে যায়।

........................................

বিয়ের দিনটার কথা মনে পড়ছে তমালের। সারাদিন অনেক ব্যস্ত ছিল। মাথায় দায়িত্বের বোঝা। বাবা বেচে নেই। তাই সব কিছু তাকেই দেখতে হচ্ছে।

একেবারে শেষ মুহুর্তে হুশ হল তার। 'আরে এই বিয়েটা হয়ে গেল তো বোনটা আর এই বাড়িতে থাকবে না। ঈদে বাড়িতে আসলে তাকে আর দেখতে পাবে না । টিভির রিমোট নিয়ে আর কোনদিন কাড়াকাড়ি হবে না । দুষ্টামি হবে না। ' আর নিজেকে সামলাতে পারল না তমাল। ঝরঝর করে কেদে ফেলল।

এমনেতেই অনেকটা চাপা আর শক্ত স্বভাবের সে। তাই সেদিনের কান্না দেখে অবাক হয়েছিল সবাই।

কত দুষ্টামি করত যে ছোট বোনটার সাথে তার ইয়ত্তা নাই। বিকৃত নামে ডাকা, সারাদিন মাথায় চাটি মারা। আর ভ্যা ভ্যা করে কান্না। সবকিছুই মনে আছে তমালের।

একদিন তো দাদি ডেকে বলল, 'বোনটাকে যে এত বিরক্ত করিস, বিয়ের পর দেখবি তোকে দেশী মুরগী জবাই করে খাওয়াবে। তাই এখন থেকে একটু আদর যত্ন কর। '

সেদিনের দাদির ভবিষ্যৎ বাণী কিভাবে অক্ষরে অক্ষরে ফলে গেল ভেবে পায় না তমাল।

-ভাত আর একটু দেব.?

বোনের ডাকে চমকে ওঠে তমাল।

- না, লাগবে না।

সেই তখন থেকে পাশে বসে বাতাস করে যাচ্ছে মেয়েটা।

- উপরে তো ফ্যান ঘুরছে। বাতাস করার কি দরকার.?

- দরকার আছে।

- কি দরকার আছে ?

- আছে, তুই বুঝবি না।

আসলেই তমাল বুঝে না। এর নামই বুঝি ভালবাসা। বোনের অকৃত্রিম ভালবাসা।

বিষয়: বিবিধ

১০৮৭১ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

228769
৩১ মে ২০১৪ রাত ০৮:১৭
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : ছোট গল্প। তাই বলে এত ছোট?
ভালো লাগলো। অনেক ধন্যবাদ।
228770
৩১ মে ২০১৪ রাত ০৮:১৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ Rose Rose Rose
228772
৩১ মে ২০১৪ রাত ০৮:২৪
ছিঁচকে চোর লিখেছেন : Sad Sad Sad Sad ইহাকেই বলে বোনের ভালবাসা। বোন চলে গেলে বোঝা যায় বোন কি জিনিস।
228775
৩১ মে ২০১৪ রাত ০৮:৩১
টোকাই বাবু লিখেছেন : হুম. . . . .
সত্যিই ভালো লাগলো ভালো লাগলো ভালো লাগলো ভালো লাগলো ভালো লাগলো ভালো লাগলো ভালো লাগলো
228779
৩১ মে ২০১৪ রাত ০৮:৩৮
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : আমার তো আর বোন নেই তাই সেই ভালোবাসা পাওয়া আর আসমানের চাঁদ হাতে পাওয়া একই কথা। তবে ভালো লাগলো লেখাটা। Sad
228801
৩১ মে ২০১৪ রাত ১০:৩১
সন্ধাতারা লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ খুব ই ভালো লাগলো
228829
৩১ মে ২০১৪ রাত ১১:২৮
বিদ্যালো১ লিখেছেন : আসলেই অকৃতিম। ছোট কিন্তু সুন্দর...

শুভ কামনা রইল। এগিয়ে যান।
228833
০১ জুন ২০১৪ রাত ১২:৩৩
মুহছিনা খাঁন লিখেছেন : আমার এই ভালোবসার জল সব সময়ই চোখের চারকোনে থাকে যখনই কেউ ভাইদের বোনদের কথা বলে তখনই চট করে গড়িয়ে পড়ে। আজ কতদুর আছি বসে এই ভালোবাসা ফেলে।
228849
০১ জুন ২০১৪ রাত ০৩:১৮
পিন্টু রহমান লিখেছেন : গদ্যের সরলীকরণ!
সিনেমাট্যিক আবহ।
ঠুনকো আবেগ।
.
.
.
নতুন সূর্যের পূর্বাভাস..........
১০
228851
০১ জুন ২০১৪ রাত ০৪:০৫
রাইয়ান লিখেছেন : সুন্দর ! খুব ভালো লেগেছে ....
১১
228858
০১ জুন ২০১৪ রাত ০৪:২০
ধ্রুব নীল লিখেছেন : অন্নেক ভাল লাগল
১২
228861
০১ জুন ২০১৪ রাত ০৪:২৭
বৃত্তের বাইরে লিখেছেন : বোনরা এমনই। খুব ভালো লাগলো Good Luck Good Luck
০১ জুন ২০১৪ সকাল ০৭:২৬
175543
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : ভইয়েরা কেমন হয়, ১টু বলেন্না......Thinking এত্ত কষ্টকরে যে ২হাতে ২টা টিফিন ক্যারিয়ার নিয়ে গেলো তার কোন দাম নাই? Crying Crying @প্রিয়বৃত্ত
১৩
228872
০১ জুন ২০১৪ সকাল ০৭:২৬
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : ১২নং এর বৃত্তমণির জন্য আমার মন্তব্য ভুলেগেছে..... Crying Crying তবে দারুন সুন্দর লাগলো..... Rose Rose Good Luck Good Luck Rose Rose
১৪
229252
০১ জুন ২০১৪ রাত ১০:২১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো
১৫
229272
০১ জুন ২০১৪ রাত ১১:১১
শুকনোপাতা লিখেছেন : ইশশ.. ভাই-বোনের ভালোবাসা কত্ত সুন্দর ই না হয়! Happy অন্নেক সুন্দর একটা গল্প,খুব ভালো লাগল Happy Happy
১৬
234459
১৩ জুন ২০১৪ সকাল ০৯:৫৬
প্রবাসী মজুমদার লিখেছেন : ভালবাসার উপর লিখা বাস্তব অভিজ্ঞতার ছোট গল্প ভাল লেগেছে। গল্পটি লিখার পর আরও দুতিন বার আপডেট করলে মানটা আরও ভাল হত। ধন্যবাদ। ভাল লাগা রেখে গেলাম।
১৭
237552
২২ জুন ২০১৪ দুপুর ০৩:৫৮
জাকির হোসাইন লিখেছেন : আপনার লেখা অনেক সরল ,সাবলীল আর নির্ভার-ঠিক পাঠকরা যেমনটা চায়! অনেক ভাল লাগছে আপনার লেখা!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File